বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ধাক্কা খেয়েছে ভারত। হঠাৎ চোটে পড়ে ছিটকে গেছেন শিবাম দুবে। শেষ মুহূর্তে তাই বাধ্য হয়ে একটি পরিবর্তন আনতে হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই)। শিবাম দুবের জায়গায় দলে নেওয়া হয়েছে তিলক ভার্মাকে।
গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায়। পিঠের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ৩১ বছর বয়সী দুবে। জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার।
দুবের জায়গায় জায়গা পাওয়া ভার্মা মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়। আজ রোববারবার সকালে গোয়ালিয়রে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিসিআই। এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুই ফিফটিসহ ৩৩৬ রান করেছেন এই তরুণ। চলতি বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে দলের বাইরে ছিলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের আপডেট স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদিপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব ও তিলক ভার্মা।