শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
 
ক্রিকেট
বাংলাদেশের খেলা বন্ধে গোয়ালিয়রে ‘বনধ’ ডেকেছে উগ্রবাদী হিন্দু মহাসভা





ডয়চে ভেলে
Sunday, 6 October, 2024
1:47 AM
 @palabadalnet

স্টেডিয়ামে বসে আসেন কয়েকজন পুলিশ সদস্য। দুই দলের নিরাপত্তার জন্য আড়াই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি: ডিডব্লিউ

স্টেডিয়ামে বসে আসেন কয়েকজন পুলিশ সদস্য। দুই দলের নিরাপত্তার জন্য আড়াই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি: ডিডব্লিউ

গোয়ালিয়রের শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ৷ এই ম্যাচকে ঘিরে গোয়ালিয়রে বনধ ডেকেছে উগ্রবাদী হিন্দু মহাসভা৷ ৭ অক্টোবর পর্যন্ত ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন৷

দুর্গের শহর গোয়ালিয়রের পরিচিতি এই নামেই৷ গোয়ালিয়রের দুর্গকে মোঘল সম্রাট জহিরউদ্দিন বাবর বলেছিলেন ‘হিন্দুস্তানের মোতি’৷ শুধু স্থাপত্যশৈলীই নয়, রাজনৈতিকভাবেও এই দুর্গ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পঞ্চম শতক থেকেই কখনো গুপ্ত সাম্রাজ্য, কখনো হুন সাম্রাজ্য থেকে মারাঠা, পাঠান এবং সবশেষ সিন্ধিয়া নৃপতিরা এই দুর্গ অধিকার করেছেন৷ এখন অবশ্য রাজা-বাদশাহ'র যুগ নেই, তবে রাজনীতি আছে৷ আর রাজনীতির খেলাতে গোটা গোয়ালিয়র শহরটাই পরিণত হয়েছে দুর্গে৷ 

বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে৷ ক্ষমতার পালাবদলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটেছে৷ ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল অখিল ভারতীয় হিন্দু মহাসভা বাংলাদেশের ‘হিন্দুদের উপর নিপীড়নের’ প্রতিবাদের কথা বলে ভারত-বাংলাদেশ ম্যাচের দিন গোয়ালিয়রে ‘বনধ’ ডেকেছে৷ বাংলাদেশ দল গোয়ালিয়রে পা রাখার দিন বিক্ষোভ মিছিল করেছে, স্টেডিয়াম অভিমুখে পদযাত্রাও করেছে তারা৷ যে মিছিল থেকে পুলিশ অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে৷

১৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে৷ ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি এই শহরে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল৷ ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামের সেই ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার৷ এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই শহরে৷ নতুন নির্মাণ করা শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে৷ গোয়ালিয়রের সিন্ধিয়া রাজবংশের সন্তান, সাবেক মন্ত্রী এবং ভারতের বর্তমান কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিআদিত্য মাধবরাও সিন্ধিয়ার বাবা হচ্ছেন এই মাধব রাও সিন্ধিয়া, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান৷ তার নামাঙ্কিত স্টেডিয়ামের উদ্বোধন ঘিরে অপ্রতীতিকর অবস্থা এড়াতে গোটা শহরকেই দুর্গ বানিয়ে ফেলেছে মধ্যপ্রদেশ পুলিশ৷ নিয়মিত পুলিশ বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিশেষায়িত বাহিনীও৷

মধ্যপ্রদেশ পুলিশের মহাপরিদর্শক অরভিন্দ সাক্সেনা শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন, “দুই দলের নিরাপত্তার জন্য ২৫০০’র বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে৷ বাড়তি সহায়তার জন্য অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডকেও ডাকা হয়েছে৷ চার জন আইপিএস অফিসার,১২ জন অ্যাডিশনাল এসপি ও ২৪ জন ডিএসপি পুরো নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করছেন৷ এর বাইরে এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) ও ট্রাফিক পুলিশও প্রস্তুত আছে৷ ৮টি আলাদা বিক্ষোভ দমন ইউনিট কাজ করছে, যারা রাস্তায় যে-কোনো রকম পরিস্থিতি সামাল দিয়ে দলগুলোর নিরাপদ যাত্রা নিশ্চিত করবে'৷ নিরাপত্তার এই কড়াকড়ি মাধবরাও স্টেডিয়ামের দর্শকদের যে দীর্ঘ এবং ক্লান্তিকর কিছু অভিজ্ঞতা উপহার দেবে, সেটা শতভাগ নিশ্চিত৷ কারণ, ম্যাচের আগের যে দিনতিনেক দুই দল এই মাঠে অনুশীলন করেছে, সেটা দেখতে যাওয়া সাংবাদিকরা পড়েছেন চরম বিড়ম্বনায়৷ প্রায় ৩ কিলোমিটার দূরে গাড়ি থামিয়ে দেয়া হয়েছে, পরিচয়পত্র দেখিয়ে যাওয়া গেলেও ফেরার পথে যানবাহন মিলছে না৷ উল্লেখ্য, শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামটি মূল শহরের বাইরে, আগ্রা-মুম্বাই হাইওয়ে ধরে ১০ কিলোমিটারের মতো এগিয়ে গেলে শঙ্করগড় নামের একটি জায়গাতেই ৩০ একর জুড়ে গড়ে তোলা হয়েছে নতুন এই স্টেডিয়াম৷

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে ভারত জিতেছে শিরোপা আর বাংলাদেশ সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে আফগানিস্তানের কাছে হেরে৷ ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের দোরগোড়া থেকে ম্যাচটা জিতেছে, অন্যদিকে বাংলাদেশ হারার আগেই হেরে বসেছে আফগানদের বিপক্ষে৷ যে ম্যাচের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত৷ বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই ফের টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ৷ 

এখন থেকে দেখা যাবে অন্য এক বাংলাদেশ দলকে, সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: ডিডব্লিউ

এখন থেকে দেখা যাবে অন্য এক বাংলাদেশ দলকে, সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: ডিডব্লিউ

শান্ত সিরিজ শুরুর সংবাদ সম্মেলনে বলেছেন যে, এখন থেকে দেখা যাবে অন্য এক বাংলাদেশ দলকে, “নতুন দল...এই সিরিজ থেকে আপনারা অন্যরকম একটা বাংলাদেশ দলকে দেখতে পাবেন৷ সবাই জয়ের জন্য খেলবে৷ এই সিরিজটা আমরা শুরু করছি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা মাথায় রেখে৷ স্কোয়াডে যে ১৫ জন ক্রিকেটার আছে, এর বাইরে আরো ৪-৫ জন আছে, যারা ভবিষ্যতে খেলবে৷ এই ২০-২২ জনকে নিয়েই ভালো একটা প্রস্তুতি হবে৷”  

ভবিষ্যতের রূপরেখার কথা বলে শান্ত একই সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যতের ব্যপারে বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে, “রিয়াদ ভাইয়ের ব্যপারটা আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন৷ এই বিষয়টা আমার কাছে খুব একটা স্পষ্ট না, তবে আমার কাছে মনে হয় অবশ্যই নির্বাচক এবং বোর্ডের সঙ্গে যোগাযোগ করা উচিত৷”

কানপুরে টেস্ট শুরুর আগের দিন সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন যে, বিশ্বকাপেই দেশের হয়ে তার শেষ টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে৷ 
সাকিবের অভাবটা সামাল দিতে শান্ত ভরসা রাখছেন দীর্ঘদিনের সতীর্থ মেহেদি হাসান মিরাজের উপর, “সাকিব ভাই দীর্ঘদিন ধরে দলে ছিলেন, তাই স্বাভাবিকভাবেই তার শুন্যস্থানটা সহজে পূরণ হবার নয়৷ আমাদেরকে একটু মানিয়ে নিতে হবে, খুব বড় কিছু নয়, তবে একাদশ সাজাতে একটু সমস্যা তো হবেই, কারণ, সাকিব ভাই ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রাখতেন৷ তার জায়গায় আমরা মিরাজ (মেহেদি হাসান)-কে নিয়ে এসেছি, আশা করছি সে দ্রুতই নিজের দায়িত্ব বুঝে নেবে৷” 

নিরাপত্তাজনিত কোনো অভিযোগও নেই শান্তর, “এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ নেই৷ আমরা ভালো আছি, হোটেলের মধ্যেই আছি, হোটেলেই সময় কাটাচ্ছি খুবই ভালো৷ মাঠে আসি, নিরাপদে আসতে পারছি এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবেই হবে৷”

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ, গৌতম গম্ভিরেরও কোচ হিসেবে দেশের মাটিতে প্রথম৷ বিশ্বকাপ জিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে৷ দুই বছর পর ঘরের মাঠে শিরোপা ধরে রাখার পরিকল্পনায় তাদের বিকল্প খুঁজতেই এই সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন ভারতের নির্বাচকরা৷ ইনিংসের গোড়াপত্তনে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসন৷ দেশের হয়ে ৩০ টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে তার, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইনিংসের সূচনায় নামলেও জাতীয় দলে বেশিরভাগ ম্যাচেই খেলেছেন মিডল অর্ডারে৷ অভিজ্ঞদের ভেতর অধিনায়ক সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া আছেন, ওয়াশিংটন সুন্দরও খেলছেন অনেকদিন ধরেই৷ তাদের সঙ্গে হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব,জিতেশ শর্মা, রিয়ান পরাগ,রিঙ্কু সিংদের নিয়ে গড়া দলটা তারকাদ্যুতিতে পিছিয়ে থাকলেও কার্যকারিতায় একদমই নয়৷ প্রত্যেকেই আইপিএলে নির্বাচকদের নজর কেড়েই এসেছেন দলে৷

নতুন ভেন্যু, নতুন উইকেট৷ শনিবার সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ব্যাটসম্যান তাওহিদ হৃদয় বলেছেন, ‘‘এখানে দুই দিন অনুশীলন করেছি৷ আমার কাছে মনে হয়েছে উইকেট খানিকটা ধীরগতির এবং বল নিচু হবে৷ মাঠকর্মীদের কাছ থেকে যা জেনেছি আর এখানে ঘরোয়া ক্রিকেটও খেলা হয়েছে, মনে হয় ধীরগতির উইকেটই হবে৷ উইকেট যেমনই হোক, আমরা সেভাবেই আমাদের অভ্যস্ত হতে হবে৷”

তবে দিন দুই আগে, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জীভ রাও জানিয়েছেন যে এখানে রান হবে, ‘‘এই মাঠে আগে কোনো রঞ্জি ম্যাচও হয়নি৷ এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে৷ তবে কিছুদিন আগে আমরা মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ করেছিলাম, ১৫ দিনের মতো চলেছে টুর্নামেন্টটা৷ সেখানে তো রান হয়েছে, ২০০ রান হয়েছে ইনিংসে৷ লোকে তো টি-টোয়েন্টি রানের জন্যই দেখতে আসে।”

মধ্যপ্রদেশ রঞ্জি দলের সাবেক অধিনায়ক সঞ্জীভের কথার সত্যতা মেলে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের স্কোরকার্ডে৷ ২৩ জুনের ফাইনালে দুই ইনিংসেই ২০০’র বেশি রান হয়েছে, গ্রুপ পর্বের একটি ম্যাচেও উভয় ইনিংসেই ২০০’র বেশি রান হয়েছে৷ হতে পারে মূল উইকেট সম্পর্কে ধারণা না দেয়ার জন্যই ধীরগতির উইকেটে অনুশীলন করতে দেয়া হয়েছে বাংলাদেশকে, যেটা ক্রিকেট কূটনীতিতে খুবই স্বাভাবিক ব্যপার৷ সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু, আর বাংলাদেশ তিন দিন অনুশীলনের ভেতর দুই দিনই অনুশীলন করেছে মাঝদুপুরে, প্রচণ্ড গরমে৷ এই নিয়েও খানিকটা উষ্মা আছে দলে৷

খেলোয়াড়রা প্রস্তুত, নিরাপত্তাবাহিনীও প্রস্তুত, তৈরি আছে প্রশাসনও৷ ম্যাচের দিন ও পরদিন গোয়ালিয়র জেলায় ভারতীয় ন্যায়নীতির ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন, এর মাধ্যমে বিক্ষোভ, জমায়েত, উস্কানিমূলক বক্তব্য প্রচার বা প্রদর্শন, আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র বহন, দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে৷ একসঙ্গে ৫ জনের বেশি জড়ো হওয়াও যাবে না৷ এত আয়োজন যে ম্যাচকে ঘিরে, সেই ম্যাচটা যেন একপেশে না হয় কিংবা বৃষ্টিতে পণ্ড না হয়, এখন সেটাই প্রত্যাশা৷

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]