বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
রাজধানী
জেনেভা ক্যাম্পে অভিযানে জব্দ দেশীয় অস্ত্র ও মাদক। ছবি: আইএসপিআর





নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 September, 2024
11:00 PM
 @palabadalnet

জেনেভা ক্যাম্পে অভিযানে জব্দ দেশীয় অস্ত্র ও মাদক। ছবি: আইএসপিআর

জেনেভা ক্যাম্পে অভিযানে জব্দ দেশীয় অস্ত্র ও মাদক। ছবি: আইএসপিআর

ঢাকা: সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নির্দেশনায় গতকাল শনিবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব এ অভিযান চালায়।

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নির্দেশনায় গতকাল শনিবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব এ অভিযান চালায়।

অভিযানে দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ছয়টি চাইনিজ কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি রামদা, আটটি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার , ৫৩টি পেট্রোল বোমা ও ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে। 

অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩৪ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

আইএসপিআর জানায়, পিচ্চি রাজা ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে মাদক চোরাকারবার করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]