রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
রবিবার ২৪ নভেম্বর ২০২৪
 
পরিবেশ
বাংলাদেশে বাতাসের মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক





নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 September, 2024
8:22 PM
 @palabadalnet

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। ছবি: পিআইডি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। ছবি: পিআইডি

ঢাকা: বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানিয়েছেন।

এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের গুরুত্বপূর্ণ খাতগুলো থেকে দূষণ কমিয়ে বাতাসের মান উন্নয়ন করা।

জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংকের অংগ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। রান্নাঘর থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে সম্ভাব্য অনুদান পাওয়া যেতে পারে।

আজ রোববার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর এই কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]