রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
রবিবার ২৪ নভেম্বর ২০২৪
 
সারাবাংলা
শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২





শেরপুর প্রতিনিধি
Tuesday, 10 September, 2024
4:55 PM
 @palabadalnet

শেরপুর: শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা।

নিহতরা হলেন- শহরের গৌরীপুর মহল্লার মিজানুর রহমান মিজান (৩৫) ও একই মহল্লার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রাবণ (৩০)।

শ্রাবণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে শাপলা চত্বরে কথা কাটাকাটি হয়। একে কেন্দ্র করে রাতে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় গৌরীপুর মহল্লার ট্রলিচালক মিজানকে খোয়ারপাড় শাপলা চত্বর এলাকার প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত শ্রাবণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

সংঘর্ষের পর এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ টহল দেওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুজন নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]