মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
 
সারাবাংলা
বেনাপোল স্থলবন্দরের দুই উপপরিচালক বরখাস্ত





পালাবদল ডেস্ক
Tuesday, 3 September, 2024
11:20 PM
Update: 03.09.2024
11:21:36 PM
 @palabadalnet

মনিরুল ইসলাম ও কবির খান। ছবি: সংগৃহীত

মনিরুল ইসলাম ও কবির খান। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দরের দুই উপপরিচালককে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও অনিয়ম এবং দপ্তরের শৃঙ্খলা ভঙ্গ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন মনিরুল ইসলাম ও কবির খান। 

গত ২১ আগস্ট বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ওজন স্কেলে কারচুপির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন, দুর্নীতি, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গ্রুপিং, অফিসিয়াল গুরুত্বপূর্ণ তথ্য পাচার ইত্যাদির কারণে উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম এবং উপপরিচালক (প্লানিং) মো. কবির খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বন্দরে যে বা যারা এ ধরণের কাজে যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]