কুষ্টিয়া: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আব্দুল্লাহকে (১৩) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার আব্দুল্লাহর বাবা লুকমান হোসেন কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। এতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ-সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, ৫ আগস্ট শহরের ছয় রাস্তার মোড়ে আব্দুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। আব্দুল্লাহ কুষ্টিয়া ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন চায়ের দোকানে বাবার সঙ্গে কাজ করত। সে চর থানাপাড়ার লোকমান হোসেনের ছেলে। মামলায় হানিফকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে গুলির অভিযোগ আনা হয়েছে।
একইদিন থানাপাড়ার আড়ংয়ের সামনে রাস্তার ওপর আন্দোলনকারী বাবুকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাইসুল হক বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ ৩৫ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
নিহত বাবু কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের শালদহ এলাকার মৃত নওশের আলীর ছেলে। বাবু স্বর্ণকার ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আব্দুল্লাহ ও বাবু হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।