মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
 
সারাবাংলা
শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা





শেরপুর প্রতিনিধি
Monday, 26 February, 2024
6:34 PM
 @palabadalnet

নিহত বিপ্লব রহমান। ছবি: সংগৃহীত

নিহত বিপ্লব রহমান। ছবি: সংগৃহীত

শেরপুর: শ্রীবরদী উপজেলায় বিপ্লব রহমান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার দহেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত বিপ্লব রহমান পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদী উপজেলার দহেরপাড় এলাকার তার নানা আবদুল মজিদের বাড়িতে থেকে লেখাপড়া করত। মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের ছাত্র বিপ্লব এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে গেছে, রোববার রাতে বিপ্লব রহমান শ্রীবরদী উপজেলার মামদামারী কান্দাপাড়া ইবতেদায়ি মাদ্রাসায় ওয়াজ শুনতে যায়। সেখানে চরশিমুলচুরা এলাকার মোশাররফ হোসেনের ছেলে আরিফ হোসেন ও তার সহযোগীদের সঙ্গে বিপ্লবের কথা-কাটাকাটি হয়। পরে ওয়াজ শুনে মধ্যরাতে দহেরপাড় গ্রামের নানার বাড়িতে ফেরার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় বিপ্লবের চিৎকারে স্থানীয় মানুষেরা এসে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে বিপ্লব মারা যায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত করা হবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে আরিফ হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]