শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১
শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫
 
সারাবাংলা
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা





কক্সবাজার প্রতিনিধি
Monday, 12 February, 2024
2:48 PM
 @palabadalnet

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির। ফাইল ছবি

কক্সবাজার: উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মো. আসাদ উল্লাহ (২৫) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার ক্যাম্প-২০-এর বর্ধিতাংশে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের এস-২/বি-৫ ব্লকের বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, গতকাল রাতে ১০ থেকে ১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত আসাদ উল্লাহকে তাঁর নিজ ব্লকে গুলি ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। এপিবিএন ঘটনাস্থলে পৌঁছার আগেই হত্যাকারীরা পালিয়ে যায়।

ওসি মো. শামীম হোসেন আরো বলেন, কারা, কী কারণে আসাদ উল্লাহকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

পালাবদল/এমএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]