কুষ্টিয়া: শহরে প্রকাশ্য দিবালোকে স্ত্রী-সন্তান ও এক যুবককে গুলি করে হত্যায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়কে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমীন আসামির অনুপস্থিতিতে রোববার বিকেলে এ রায় ঘোষণা করেন। জামিনে থাকা অবস্থায় সৌমেন ভারতে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে ২০২১ সালের ১৩ জুন পরকীয়ার প্রেমের জের ধরে সৌমেন তার দ্বিতীয় স্ত্রী আসমা, স্ত্রীর প্রথম পক্ষের ছেলে রবিন ও স্ত্রীর পরকীয়া প্রেমিক শাকিল খানকে গুলি করে হত্যা করেন। স্থানীয়রা আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেন। শহরের কাস্টম মোড়ে ব্যস্ত এলাকায় দিনদুপুরে এই হত্যাকাণ্ডে তখন দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল।
এ ঘটনা তদন্তে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ। বরখাস্ত করা হয় সৌমেন রায়কে। ১৩ জুন রাতেই নিহত শাকিলের বাবা মেজবার রহমান সৌমেন রায়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন।