বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
 
প্রবাস
নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি স্বামী-স্ত্রী নিহত, আহত সন্তান





সংবাদদাতা
Sunday, 11 February, 2024
3:27 PM
 @palabadalnet

সাথী আহমেদ ও হাফিজ আহমেদ আঞ্জেল। ছবি: সংগৃহীত

সাথী আহমেদ ও হাফিজ আহমেদ আঞ্জেল। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে বিনহামটন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে নিউ ইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী হাফিজ আহমেদ আঞ্জেল এবং তার স্ত্রী সাথী আহমেদ নিহত হন । আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে লাইফ সাপোর্টে ছিল তাদের আট বছর বয়সী মেয়ে রাইদা । 

জানা গেছে, নিউ ইয়র্ক থেকে হাফিজ আহমেদ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বিনহামটন যাচ্ছিলেন । যাওয়ার পথে নিউ ইয়র্ক সময় শনিবার সকাল ১১টায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । এতে  স্বামী-স্ত্রী দুজনই মৃত্যুবরণ করেন। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে । একজন ড্রাইভারের কারণে একই রুটে (৬ নং রোড) ৩টি গাড়ীর সংঘর্ষ হয় । পুলিশ সেই চালককে খুঁজছে যে সংঘর্ষের পর পালিয়ে গেছে ।
 
নিহত হাফিজ আহমেদের দেশের বাড়ি গাজীপুর, স্ত্রী সাথী আহমেদের দেশের বাড়ি বরিশাল। সাথী আহমেদ যুক্তরাষ্ট্র সম্মিলিত বরিশাল বিভাগবাসী সংগঠনের সহ- সাধারণ সম্পাদক।

তাদের মৃত্যুতে নিউ ইয়র্কস্থ বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]