চেনা-অচেনা মুখ
তুমি হবে আমার কবিতার
আফিম ক্ষেতের মাতাল সুবাস
জীবনের সুবিশাল ক্যানভাসে সৃষ্টির নির্যাস।
মাঝে মাঝে তুমি দুর্ভেদ্য কবিতার
দূর সমুদ্রের অতলে দাও ডুব-
অতোটা গহীনে সাঁতার কাটা হয় না আমার,
কিলবিলে চিন্তার পোকারা বোধের অন্ধকারে থাকে ডুবে-
অতটা অন্ধকারে যাওয়া হয়না আমার।
জয়নুলের আঁকা হাড় জিরজিরে ক্ষুধার্ত নারী,
কুকুর আর ডাস্টবিনের ছবি দেখলেই
দুর্ভিক্ষের বেদনা কী তা বুঝতে পারি।
তোমার শরীরে প্যাচানো প্রচ্ছদ দেখেই
বুঝতে পারি তুমি কেমন আছো।
কিন্তু পিকাশোর গোয়ের্নিকার কঠিন
মর্মকথা ব্যাখ্যার সাধ্য আমার নেই।
আজন্ম চেনা প্রিয়মুখও অচেনা হয়ে যায়
গোয়ের্নিকার ক্যানভাসে ছবির অংশ হয়ে দাঁড়িয়ে থাকো তুমি,
তোমাকে আর চেনাই যায়না-
মনে হয় দুর্লভ কোন ফুল,পাখি,নদী-
কোটি বছরের পুরোনো কোনো শিলালিপি।
আফিম ক্ষেতের সুবাস হও তুমি
ভালো তাও,আফিম যেন না হও।