ঝালকাঠি: সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস-জঙ্গীবাদ-মাদক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ, গুজবসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন, জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ও হজ-যাকাত বিষয়ে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। ঝালকাঠির জেলা প্রশাসক গুল নিঝুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক মোঃ নুরুল ইসলাম,নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান। এছাড়া এ সময় ঝালকাঠির চার উপজেলার আলেম-ওলামা ও
ইমামগণ উপস্থিত ছিলেন।
যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে ধর্মসচিবের শুভেচ্ছা বিনিময়
ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলম, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম, দৈনিক শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনজু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, সহসভাপতি আল আমিন তালুকদার, সাবেক সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম জলিল, সদস্য তরুন সরকার, মিজানুর রহমান টিটু ও উজ্জল রহমান।
শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার বলেন, “আমি ঝালকাঠির সন্তান, এটা আমার জন্য গর্বের। আমি যেখানেই যে পদে চাকরি করিনাকেন ঝালকাঠির মানুষ আমার হৃদয়ে থাকে। আমরা যারা ঢাকায় থাকি, অফিসাররা একটি সংগঠন করেছি। এ সংগঠনের মাধ্যমে ঝালকাঠির উন্নয়নে কাজ করবো। আমাদের পরিকল্পনা রয়েছে, ঝালকাঠিতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার। ”
ঝালকাঠিতে বাজার মনিটরিংয়ে বিশেষ অভিযান
বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে বিশেষ অভিযান করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের ১০টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে সাত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ভোক্তা পর্যায়ে পণ্যের দাম স্বাভাবিক রাখতে শহরের বড় বাজার ও চাঁদকাঠি বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে ৩৫,৬০০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলার অন্য তিনটি উপজেলাও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভ‚মির নেতৃত্বে বাজার মনিটরিংয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সকাল থেকে শুরু হওয়া এ অভিযান চালানো হবে সন্ধ্যা পর্যন্ত। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মেয়াদ, ট্রেড লাইসেন্স ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়।