বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
অড নিউজ
নিজেই নিজের শ্রাদ্ধ করলেন, কার্ড ছাপিয়ে ৭০০ লোক খাওয়ালেন, দু’দিন পরেই মৃত্যু





পালাবদল ডেস্ক
Thursday, 18 January, 2024
11:48 PM
 @palabadalnet

হাকিম সিংহ যাদব। ফাইল ছবি

হাকিম সিংহ যাদব। ফাইল ছবি

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করেন। ঘটা করে শতাধিক লোকও খাওয়ান। তার ঠিক দু’দিনের মাথায় মৃত্যু হলো ৭০ বছরের সেই প্রৌঢ়ের। ভারতের উত্তরপ্রদেশের এটাওয়ার ঘটনা।

প্রবীণের নাম হাকিম সিংহ যাদব। এটাওয়ার সাকিত এলাকার মুনসি নগরে থাকতেন তিনি। কোনো সন্তান ছিল না তার। আত্মীয়-পরিজনের উপরেও ভরসা ছিল না। যাদব জানিয়েছিলেন, সে কারণেই নিজের শ্রাদ্ধ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বেঁচে থাকতেই আধা বিঘা জমি বিক্রি করেছিলেন। সেই টাকায় নিজের পিণ্ডদান করে ৭০০ লোককে খাইয়েছিলেন। কার্ড ছাপিয়ে গ্রামের মানুষ এবং ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিলেন তিনি। ১৩ দিনের কাজে যজ্ঞও করিয়েছিলেন।

যাদবের এই কাণ্ড নিয়ে গ্রামে শোরগোল পড়ে গিয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছিল, দীর্ঘ দিন ধরে ভাই এবং তার সন্তানদের সঙ্গে ঝামেলা ছিল যাদবের। প্রবীণ অভিযোগ করেছিলেন, তাকে মারধরও করেছিলেন পরিবারের লোকজন। তার জমি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। যাদব ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, যারা বেঁচে থাকতে তার সঙ্গে এ রকম ব্যবহার করেছিলেন, মৃত্যুর পর তারা হয়তো শেষকৃত্য করবেন না। সে কারণে নিজের শ্রাদ্ধ নিজেই করেন যাদব।

এই ঘটনার দু’দিন পরেই মৃত্যু হয়েছে যাদবের। তার দেহের দাবি জানিয়েছেন ভাই এবং ভাইপোরা। তাঁরা এ-ও দাবি করেছেন যে, রীতি মেনেই শেষকৃত্য করা হবে যাদবের।- সংবাদমাধ্যম

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]